ভোটার আইডি কার্ড/এনআইডি কার্ড সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা এবং উত্তর।
১। এনআইডি কার্ডের তথ্যে ভুল থাকলে কিভাবে সংশোধন করা যাবে?
উত্তরঃ এনআইডি কার্ডের তথ্য সংশোধনের আবেদন সাধারণত দুই ভাবে করা যায়। প্রথমত আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২ নং সংশোধনী ফরম সংগ্রহ করবেন এবং তা পূরণ করে নির্ধারিত ফি জমাদানের রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে পিন-আপ করে অফিসে জমা দেয়া যায়। দ্বিতীয়ত বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করা যায়।
২। এনআইডি কার্ড সংশোধনের জন্য নির্ধারিত ফি কত টাকা?
উত্তরঃ এনআইডি কার্ড সংশোধনের ফি পূর্ব নির্ধারিত। তবে সবার ক্ষেত্রে একই ফি প্রযোজ্য নয়। এনআইডি কার্ডের কিছু কিছু তথ্য সংশোধনের ক্ষেত্রে ফি ২৩০ টাকা, আবার কিছু তথ্য আছে যেগুলো সংশোনের জন্য ১১৫ টাকা জমা দিতে হবে। এছাড়া একাধিকবার আবেদন করলে ফি ধাপে ধাপে বাড়তে থাকে।
৩। নতুন ভোটারদের এনআইডি কার্ডের নম্বর কিভাবে পাওয়া যায়?
উত্তরঃ বর্তমানে নতুন ভোটারদের এনআইডি কার্ডের নম্বর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়েও এনআইডি কার্ডের নম্বর সংগ্রহ করা যায়।
৪। নতুন ভোটাররা কিভাবে দ্রুত এনআইডি কার্ড পেতে পারে?
উত্তরঃ নতুন ভোটাররা এনআইডি নম্বর হাতে পাওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া নতুন ভোটারদের এনআইডি কার্ড তৈরী হলে উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হয়।
৫। একজন ব্যক্তি সর্বোচ্চ কত বার ভোটার হতে পারবে?
উত্তরঃ বাংলাদেশের একজন নাগরিক সর্বোচ্চ একবারই ভোটার হতে পারবে। একাধিবার ভোটার হলে সশ্রম কারাদন্ড এবং জরিমানা হতে পারে। তাছাড়া একাধিকবার ভোটার হওয়ার পরিণাম ভয়াবহ হতে পারে।
৬। নির্বাচন অফিসে না গিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করার কোন উপায় আছে?
উত্তরঃ ইতোপূর্বে নির্বাচন অফিসের ওয়েসবাইট থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটের সাথে কথা বলার জন্য মোবাইল নম্বর পাওয়া যেত। বর্তমানে ওয়েবসাইট আপডেট করার পর অফিস কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করার অপশন তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে এই সুযোগ আবার চালু হতে পারে।
৭। এনআইডি কার্ডের ফিংগার প্রিন্ট (বায়োমেট্রিক) তথ্য সংশোধনের প্রক্রিয়া কি?
উত্তরঃ এনআইডি কার্ডের ফিংগার প্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে।
৮। অনলাইনে ভোটার স্থানান্তরের নিয়ম কি?
উত্তরঃ এখন পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে দাখিল করা যায় না। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়েই ১৩ নং স্থানান্তর ফরম পূরণ করে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করতে হবে।
৯। অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করবো কিভাবে?
উত্তরঃ নতুন ভোটার হওয়ার পর অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা বা ডাউনলোড করার উপায় জানতে এখানে ক্লিক করুন।
১০। অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম কি?
উত্তরঃ অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না। এই প্রশ্নটাই ভুল কারণ, স্মার্ট কার্ডে মেশিন রিডএবল চিপ বসানো থাকে। অনলাইন থেকে নতুন ভোটারদের স্মার্ট আইডি কার্ডের নম্বর সম্বলিত সাময়িক জাতীয় পরিচয়পত্র পিডিএফ আকারে ডাউনলোড করা যায় যা প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে হয়।
১১ । স্মার্ট কার্ড চেক করার নিয়ম কি?
উত্তরঃ বর্তমানে মাত্র দুইটি উপায়ে স্মার্ট কার্ড চেক করা যায়। প্রথম উপায় মোবাইল থেকে ম্যাসেজ পাঠিয়ে এবং দ্বিতীয় উপায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ড চেক করা যায়।
১২। ভোটার এলাকা পরিবর্তন ফি কত টাকা?
উত্তরঃ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করতে কোন প্রকার সরকারি ফি জমা দেয়া লাগে না, এটা একদম ফ্রি।
১৩। এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধনের নিয়ম কি?
উত্তরঃ বর্তমানে অনলাইনে এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন করা যায় না। এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হবে।
১৪। নতুন ভোটার হতে কত টাকা লাগে?
উত্তরঃ নতুন ভোটার হওয়া প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার। নতুন ভোটার হতে এখন পর্যন্ত কোন সরকারি ফি লাগে না। যদি কোন কর্মকর্তা/কর্মচারী নতুন ভোটার হওয়ার জন্য অর্থের কথা বলে তাহলে বুঝতে হবে তিনি মিথ্য কথা বলছে।
আবেদনকারীর পক্ষে যে কেউ কি আবেদন জমা দিতে পারবে? নাকি নিজের যেতে হবে জমা দিতে
উত্তরমুছুনআবেদনকারীর পক্ষে অন্য কেউ আবেদন করে দিতে পারবে না। এক্ষেত্রে আবেদনকারীকে নিজে গিয়ে আবেদন করতে হবে।
মুছুনআমার এনআইডি ইংরেজি নামে বানানে স্পেলিং রয়েছে।এখনো জন্ম-নিবন্ধন অনলাইন হয়নি অফলাইন রয়ছে। আমি কি আমার একাডেমীক সার্টিফিকেট সমূহ ডকুমেন্ট দিয়ে ইংরেজি নামের ভুল সংশোধন করতে পারবো কি? জন্ম-নিবন্ধন অনলাইন হওয়া ছাড়া সংশোধন ক্ষেত্রে করনীয়?
মুছুনযেহেতু শুধু ইংরেজি নামের বানানে ভুল রয়েছে সেহেতু শুধু এসএসসি সনদের কপি জমা দিয়ে আবেদন করলেই ভুল সংশোধন হয়ে যাওয়ার কথা। আর সব থেকে ভালো হয় এসএসসি সনদের সাথে জন্ম নিবন্ধন সনদের ইংরেজি ভার্সনের একটি কপি জমা দিলে। আপনার জন্ম সনদ যেহেতু অনলাইনে নেই সেহেতু কি আর করবেন এসএসসি সনদের কপি জমা দিয়েই আবেদন করুন।
মুছুনভোটার এলাকা স্থানান্তর করার ক্ষেত্রে বর্তমান এলাকার (যেখানে ভোটার হতে চাই)নির্বাচনী অফিসে আবেদন করার পর প্রথম মেসেজ আসার পর কি আগের ভোটার এলাকার (যেখানে ভোটার ছিলাম) নির্বাচনী অফিস থেকে নাম কর্তন করতে হবে কিনা জানাবেন প্লিজ
উত্তরমুছুনবর্তমানে যে এলাকায় ভোটার হবেন সেই এলাকায় নির্বাচন অফিসে আবেদন জমা দেয়ার পর আপনার আর কোন কাজ নেই। যে এলাকায় ভোটার ছিলেন সেই এলাকা থেকে আপনার নাম অফিস কর্তৃপক্ষই বাতিল করে দেবে এবং দ্বিতীয় ম্যাসেজ আপনার মোবাইলে চলে আসবে।
মুছুনভাই আমি অনেক আগে বলতে ২০০৮ সালে ভোটার হয়ে গেছিলাম। কিন্তু ভাই আমার এন আইডি সাথে আমার সাটিফিকেট নামের কোন মিল নাই। বয়স টিক নাই।আবার পেশা টিক নাই। ভাই আমার এস এস সি, এইচ এস সি, অনাস এর সাটিফিকেট আছে। একন আমি আমার এন আইডি কার্ড সাটিফিকেট অনুযায়ী করবো
উত্তরমুছুনকি করনীয় ভাই।। একটু দয়া করে জানাবেন
এনআইডি কার্ড থেকে সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ পরিবর্তন করা খুব কষ্টকর। কখনো পরিবর্তণ হবে কি না সে বিষয়ে কোন গ্যারান্টি দেয়া সম্ভব না। তবে অবশ্যই আবেদন করে দেখবেন এবং আবেদনের সাথে উপরিউল্লেখিত কাগজপত্রগুলোর মধ্যে যে সকল কাগজপত্র আপনার আছে সেগুলো জমা দিতে চেষ্টা করবেন। তাছাড়া আমাদের ওয়েসবাইটে এনআইডি কার্ডের নাম সংশোধন সম্পর্কেও সঠিক তথ্য উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে একটু দেখে নিতে পারেন।
মুছুনভাইয়া,, আমার কোন স্কুলের সাটিফিকেট নাই তাহলে কি আমি হালনাগাদ ভোটার আবেদন করতে পারবো
মুছুনহ্যা পারবেন। তবে ২নং ভোটার নিবন্ধন ফরমে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণীর নিচে উল্লেখ করবেন। শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী বা ৮ম শ্রেণী উল্লেখ করলে সার্টিফিকেট জমা দেয়া লাগবে।
মুছুনpersonalization does not exist with this national ID _ এই মেসেজের অর্থ কি?
উত্তরমুছুনওই এনআইডি নম্বরের কার্ডটি ব্যক্তিগতকরণ করা হয়নি। কোন না কোন সমস্যার কারণে ওই এনআইডি নম্বর দিয়ে কার্ড তৈরী হচ্ছে না। এমন সমস্যা হলে এনআইডি কার্ড আসবেও না। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি নম্বর দিয়ে চেক করে দেখুন আপনার ভোটার তথ্যে কিছু না কিছু সমস্যা ধরা পড়তে পারে।
মুছুনভাই ৩বছর কমাইতে চাচ্ছি এবং নামের প্রথম অংশ । সব ডকুমেন্ট আছে তাহলে কি হবে?
উত্তরমুছুনযদি সঠিক কাগজপত্র থাকে আপনার তাহলে অনলাইনে অথবা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে আবেদন করেন সংশোধন হয়ে যাবে।
মুছুনঅন লাইনে রেজিষ্ট্রেশন করতে গিয়ে বর্তমান ও স্থায়ী ঠিকানা লিখার পর “আপনার প্রদানকৃত তথ্যের সাথে সার্ভারের তথ্যের মিল পাওয়া যায়নি” এরকম মেসেজ আসছে। অথচ এনআইডি কার্ডে যে ঠিকানা আছে আমি তাই দিয়েছি। ১০৫ এ কল দিচ্ছি কিন্তু কল রিসিভ হচ্ছে না। এক্ষেত্রে করণীয় কি?
উত্তরমুছুনবর্তমান ও স্থায়ী ঠিকানা যদি সঠিক দিয়ে থাকেন তাহলে এমন ম্যাসেজ আসার কথা না। আপনি একটু কষ্ট করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই করে নিন। তারপর পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন।
মুছুনভাই আমার এন,আই ডি দিসি ২ মাস হয়ে গেছে কিনতু কোন,খবর নাই
উত্তরমুছুনসংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে খোজ নিন।
মুছুনAmi dhaka thaki tar jonne dhakar vutar hoy but nid te amr sthaie thikana dhakar hoye gese amar sthaie thikana mymensingh a.taile ami kivabe mymensingh k sthaie thikana convert korbo?
উত্তরমুছুনআপনি বর্তমানে যে উপজেলার ভোটার আছেন ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য সেই উপজেলার নির্বাচন অফিসে গিয়ে ঠিকানা সংশোধনের আবেদন করতে হবে। অনলাইনে এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন করা যায় না। আমাদের ব্লগ সাইটে ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা সংশোধন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে প্রয়োজনে দেখে নিতে পারেন।
মুছুনজনাব, আমি পাসপোর্ট করতে চাচ্ছি। কিন্তু আমার এনআইডিতে নাম ভুল যেমন খ এর স্থলে ক রয়েছে। এ ছাড়া পিতা মাতার নামের শেষে বংশের নাম বাদ পড়ে গেছে। যা এসএসসি সার্টিফিটেকেটে উল্লেখিত রয়েছে। জন্মতারিখ এসএসসির সঙ্গে এনআইডির মিল নেই। এনআইডিতে জন্মতারিখ কম রয়েছে, এ ক্ষেত্রে আমার করণীয় কি? আমি যদি ভবিষ্যতে বিদেশে ভিসার জন্য এপ্লাই করি, সে ক্ষেত্রে কি করা লাগবে। দয়া করে জানাবেন।
উত্তরমুছুনপাসপোর্ট এবং ভিসা করতে হলে এনআইডি কার্ড প্রয়োজন হবে। আপনার এনআইডি কার্ডে যা কিছু ভুল আছে সেগুলো মেনে নিয়ে ওভাবেই পাসপোর্ট করে বিদেশ যেতে পারবেন। অথবা এনআইডি কার্ড সংশোধন করে নিয়ে তারপর পাসপোর্টের আবেদন করতে পারেন।
মুছুনএনআইডি কার্ডের ভুলগুলো সংশোধন করার জন্য বেশ কিছুটা সময় হাতে রেখে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। যেমন-
নাম সংশোধনের জন্য এসএসসি সনদ, জন্ম সনদ, স্ত্রীর এনআইডি কার্ডের কপি, কাবিননামা, সন্তানদের এনআইডি/জন্ম সনদ/শিক্ষা সনদ ইত্যাদি জমা দেয়া যেতে পারে।
পিতা মাতার নামের পদবী ঠিক করার জন্য জন্ম সনদ, এসএসসি সনদ, পিতা-মাতার এনআইডি কার্ডের কপি, আপনার ভাই বোনের এনআইডি কার্ডের কপি জমা দেয়া যেতে পারে।
এনআইডি কার্ডের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে এসএসসি সনদ, জন্ম সনদ, স্ত্রীর এনআইডি কার্ডের কপি, কাবিননামা, সকল ভাই বোনের এনআইডি নম্বর ও জন্ম তারিখ উল্লেখিত পিতার উত্তরাধিকার সনদ/ওয়ারেশ সনদ ইত্যাদি জমা দেয়া যেতে পারে।
যেসকল কাগজপত্রের কথা উল্লেখ করেছি তার মধ্যে যে কাগজগুলো আপনার আছে সেগুলোর একটি সেট তৈরী করে আবেদনের সাথে জমা দিতে হবে।
আপনাকে ধন্যবাদ অল্পসময়ের মধ্যে সমাধান দেওয়ার জন্য। কিন্তু আমার জানা প্রয়োজন, আমি যদি স্থায়ী ভিসার জন্য আবেদন করি, সেক্ষেত্রে আমার এনআইডি, সার্টিফিকেট এবং জন্মনিবন্ধনে আলাদা আলাদা তথ্য থাকলে কোনো সমস্যা হবে কিনা।
উত্তরমুছুনভিসার জন্য আবেদন করতে আপনার এনআইডি কার্ড লাগবে, কখনো কখনো জন্ম সনদেও কাজ হয় তবে আমি সিওর না। পাসপোর্ট এবং এনআইডি কার্ডের তথ্য যদি সেইম থাকে তাহলে আর সমস্যা হবে না। সার্টিফিকেট প্রয়োজনে শো করানোর দরকারই নেই।
মুছুনNID কার্ড হারিয়ে গেলে, ঠিকানা পরিবর্তন দিয়ে রিইস্যু করলে পাওয়া যাবে?
উত্তরমুছুনহ্যা পাওয়া যাবে। ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হয়ে গেলে তারপর রিইস্যুর আবেদন করতে হবে। অর্থাৎ একটা একটা করে আবেদন করতে হবে, দুইটা আবেদন একসাথে করা যায় না।
মুছুনআমার মায়ের এনআইডির নামের সাথে আমার এনআইডিতে/অন্যান্য কাগজপত্রে ব্যবহৃত আমার মায়ের নামটি মিল নেই। অর্থ্যাৎ আমার মায়ের এনআইডিতে ওনার ডাকনাম কাজল রেখা ব্যবহার করা হয়েছে কিন্তু আমার এনআইডিতে ওনার অন্য নাম জফুরা বেগম ব্যবহার করা হয়েছে। আবার আমার ভাইবোনদের কাগজপত্রে কাজল রেখা (এনআইডি অনুযায়ী) ব্যবহার করা হয়েছে। এখন এ সমস্যার কোনো সমাধান আছে কি না?
উত্তরমুছুনআপনার জন্য পরামর্শ এটাই যে, আপনি মায়ের এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার যাবতীয় সার্টিফিকেট/কাগজপত্র সংশোধন করে নিন। সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে সহজেই এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। কিন্ত আপনি যদি আপনার কাগজপত্র অনুযায়ী মায়ের এনআইডি কার্ড সংশোধন করেন তাহলে অন্যান্য ভাই বোনের ক্ষেত্রে আবার ঝামেলা হবে।
মুছুনস্যার, আমার মায়ের নাম উনার জন্ম নিবন্ধন ও আমার সার্টিফিকেটে নিপু বেগম আছে। কিন্তু উনার এনআইডিতে শুধু নিপু আছে। এখন আমি উনার এনআইডি পরিবর্তন করতে হলে কি কি করতে হবে। আশাকরি পরামর্শ দিয়ে সাহায্যে করবেন।
উত্তরমুছুনঅনলাইনে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার মায়ের এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করে দেন। আবেদনের সাথে তার জন্ম সনদ, আপনার সার্টিফিকেট, আপনার বাবার এনআইডি কার্ডের কপি এবং তাদের বিবাহের কাবিননামা যদি থাকে সেটিও জমা দেবেন। তাছাড়া এনআইডি কার্ডে নিজের নাম সংশোধন সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে দেয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন।
মুছুনআমি এনআইডি রিইস্যুর জন্যে আবেদন করছিলাম আজকে, এখন একটু আগে আমার পাসওয়ার্ডটা ভুলে যাওয়ায় ৩বার চেষ্টা করার কারনে লক হয় গিয়েছে।
উত্তরমুছুনএই অবস্থায় আমি যে আবেদন করলাম তার স্টাটাস গুলো কি আমার নাম্বারে আসবে কার্ড যে হয়ছে ওইটার এসএমএস আসবে??
চিন্তার কোন কারণ নেই। এনআইডি রিইস্যুর আবেদন অনুমোদন হলে মোবাইলেই ম্যাসেজ আসবে। আর যেহেতু এনআইডি একাউন্ট লক হয়ে গেছে সেহেতু বার বার লগইন করার চেষ্টা করবেন না। আবেদন অনুমোদনের ম্যাসেজ পাওয়ার পর লগইন না করে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করবেন। পাসওয়ার্ড রিসেট হয়ে গেলে তখন সঠিক পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে।
মুছুনআসসালামু ওয়ালাইকুম আসা করি ভালো আছেন। আমার বয়স ২২ বছর ,আমি নতুন ভোটার হওয়ার জন্য ৪ মাস আগে অনলাইন এ আবেদন করছি কিন্তু আমি এখন পর্যন্ত আমার উপজেলা নির্বাচন অফিসে কোনো কাগজ পত্র জমা দেই নাই। তবে এখন আবার ২০ মে থেকে গ্রামে হালনাগাদ শুরু হয়েছে আমি কি এই হালনাগাদে নিয়ম অনুযায়ী ভোটার হতে পারবো?দয়া করে বলবেন প্লিজ !
উত্তরমুছুনহ্যা আপনি হালনাগাদে ভোটার হয়ে যান। অনলাইনে যে আবেদন করা রয়েছে সেটি ওভাবেই পড়ে থাক কোন সমস্যা হবে না।
মুছুনভাইয়া আমার আইডি কার্ড এ বর্তমান ঠিকানা সেন্জ করতে চাচ্ছি কারন আমার দাদার বাড়ি ছেড়ে একই থানা হতে ্অন্য ইউনিয়ন এ বাড়ি করছি ,এবং একই থানা হতে ্অন্য ইউনিয়ন এ ট্রান্সফার হবো এক্ষেথে আমার করনিয় কি?
উত্তরমুছুনউপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন তাহলেই হবে।
মুছুনসালামু আলাইকুম স্যার একজন মহিলা এক থানা থেকে অন্য থানায় বিয়ে হয়েছে, এখানে স্বামীর নাম যুক্ত করে কিভাবে অনলাইনের মাধ্যমে স্থান পরিবর্তন করা যায়, একটু জানাবেন আর কি কি ডকুমেন্ট লাগে সে বিষয়ে একটু বলতে পারবেন ?
উত্তরমুছুনআবেদনকারীর ভোটার এলাকা স্থানান্তর এবং স্বামীর নাম যোগ একসাথে করা যাবে না। আগে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হয়ে গেলে তারপর অনলাইনে স্বামীর নাম সংযোজনের জন্য আবেদন করতে হবে। এক সাথে দুই প্রকার আবেদন করা যায় না। তাই আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। আর হ্যা, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনলাইনে করা যায় না। যে থানায় স্থানান্তিরত হবে সেই থানার নির্বাচন অফিসে গিয়ে স্থানান্তরের আবেদন করতে হবে। আমাদের ওয়েবসাইটে ভোটার স্থানান্তর এবং স্বামীর নাম সংযোজনের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া আছে। লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।
মুছুনরিইস্যুর ক্ষেত্রে Urgent Smart Card এর জন্য কতদিন সময় লাগে আসতে?
উত্তরমুছুনরিইস্যুর মাধ্যমে স্মার্ট কার্ড তোলার সুযোগ এখনো দেয়া হয়নি, হয়তো ভবিষ্যতে দেয়া হবে। বর্তমানে Urgent Smart Card সিলেক্ট করে রিইস্যুর আবেদন করলে পেপার লেমিনেটেড এনআইডি কার্ড আসবে। Nid Card আসতে ৩-৭ দিনের মত সময় লাগেত পারে।
মুছুনরিইস্যুর জন্য আবেদন করছি ৪/৫ দিন হয় যাচ্ছে (আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে) এটা কেন দেখাচ্ছে?
উত্তরমুছুনঅফিস থেকে আবেদন অনুমোদন দিলে মোবাইলে ম্যাসেজ চলে আসবে। এখনো অফিস থেকে আবেদন অনুমোদন দেয়নি বিধায় "আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে" এমন দেখাচ্ছে।
মুছুনভাইয়া,আসসালামু ওয়ালাইকুম।আমার পুরাতন একটি সিম আমার আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রার্ড।সিমটি 2005 সালের।এই সিমটি মোবাইল সহ 2020 এর শুরুতে হারিয়ে যায়।মোবাইল ফেরত পাওয়া গেলেও তখন সিমটি সাময়িক বন্ধ ছিলো।এখন সিমটি তুলবো,কিন্তু আমার আপুর ফিঙ্গারপ্রিন্ট আসেনা।এখন কি করণীয়?প্লিজ।উত্তর দিবেন।প্লিজ
উত্তরমুছুনযদি ফিংগার প্রিন্ট না আসে তাহলে তার আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার জন্য আবেদন করেন। তার হাতের ছাপ এনআইডির সার্ভারে আপডেট করা হলে তখন সিম রেজিস্ট্রেশন করতে পারবেন সহজেই।
মুছুনভাই Reissue এর জন্যে আবেদন করলাম বেশ কয়দিন হয়ে যাচ্ছে। কথা হচ্ছে ফোনে এসএমএস আসেনি। কিন্তু NID Card Status চেক করলে Box নাম্বার সহ Complete দেখাচ্ছে, এখন এটা কি আগের টা দেখাচ্ছে? নাকি Reissue জন্যে করলাম এটা?
উত্তরমুছুনNid Card Status Check করলে যে তথ্য দেখায় সেটা স্মার্ট কার্ড এর স্ট্যাটাস, রিইস্যুর স্ট্যাটাস নয়। Reissue আবেদন করলে মোবাইলে দ্বিতীয় ম্যাসেজ আসতে হবে যেখানে বলা থাকবে আপনার রিইস্যুর আবেদনটি অনুমোদন হয়েছে। অনুমোদনের ম্যাসেজ আসার পর অনলাইন থেকে কার্ড ডাউনলোড করা যাবে অথবা ২-৫ দিন পর অফিস থেকে পেপার লেমিনেটেড Nid Card সংগ্রহ করা যাবে।
মুছুনআমি আমার এন.আইডি কার্ডে নামের সাথে মিল না রেখে সাইন করেছি যেমন আমার এন.আইডি নাম- SAHED KHAN, সাইন দিয়েছি SAKIB দিয়ে এতে করে কি ভবিষ্যে আমার কোনো সমস্যায় পরতে হবে? নাম আর সাইন কি সাময্যস্ব বা মিল থাকাটা জরুরী? জানাবেন প্লিজ!
উত্তরমুছুনযদি আপনি ইনিশিয়াল স্বাক্ষর করতেন তাহলে কোন সমস্যা ছিলো না। আপনার নাম Sahed কিন্ত আপনি স্বাক্ষর করেছেন Sakib এটা মুলতই একটি সমস্যা। যদি আপনি হালনাগাদ কার্যক্রমে ভোটার হয়ে থাকেন তাহলে আগামী জানুয়ারী মাসে রিভাইজিং অথোরিটির কার্যক্রমের সময় বিনা ফি তে আবেদন করে সংশোধন করে নিতে পারেন। আর যদি অফিস থেকে নতুন ভোটার হন তাহলে অনলাইন থেকে Nid Card Download করে নেয়ার পর নির্ধারিত ফি জমা দিয়ে সংশোধনের আবেদন করে স্বাক্ষর ঠিক করে নিন।
মুছুনধন্যবাদ, জানুয়ারি মাসে কবে নাগাদ শুরু হবে কিভাবে জানবো? আর আমার এই সাইনে ২ টা ব্যাংক একাউন্ট আছে, সাইন পরিবর্তনের ফলে এসবে কোনো সমস্যা হবেনাতো?
মুছুনরিভাইজিং অথোরিটির মাধ্যমে শুধুমাত্র ২০২২ সালে হালনাগাদে যারা ভোটার হবে তাদের তথ্য বিনা ফিতে সংশোধন করার সুযোগ থাকবে এবং এটি ০১ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। কিন্ত পুরাতন ভোটারদের ক্ষেত্রে ফি জমা দিয়েই সংশোধনের আবেদন করতে হবে।
মুছুনব্যাংকের ক্ষেত্রে কোন সমস্যা হবে কি না সে বিষয়ে আমি সঠিক বলতে পারবো না। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকে যোগাযোগ করুন। তাছাড়া Sakib যদি আপনার নিক নেম হয় এবং নামটি যদি Nid Card এ মূল নামের পাশে লেখা থাকে তাহলে স্বাক্ষর সংশোধন না করলেও কোন সমস্যা নেই। আর যদি মূল নামের পাশে Sakib লেখা না থাকে তাহলে আমার দৃষ্টিতে সংশোধন করে নেয়া ভালো।
আমার অনলাইন নিবন্ধনের (ফরম-২ ) যুক্তবর্ণ লেখাগুলো ভেঙ্গে ভেঙ্গে আসছে। এখন করণীয় কি? দুইবার ডাউনলোড দিলাম তবুও একই অবস্থা।
উত্তরমুছুনএটা ফন্টগত সমস্যার কারণে হয়। কম্পিউটারে ইউনিকোড ফন্ট ইনিস্টল করুন তারপর ২ নং ভোটার নিবন্ধন ফরম ডাউনলোড করুন ঠিক হয়ে যাবে।
মুছুনআমি ভোটার আইডি কার্ড এর আবেদন করার সময় আবেদনপত্রের নাম এর বানানে ভুল হয়, এখন সংশোধনের উপায় কি???
উত্তরমুছুনভুলের বিষয়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সাথে আলাপ করুন। তিনি চাইলে ছবি তোলার সময়ে নামের বানান ঠিক করে দেয়ার অনুমতি দিতে পারেন এবং অপারেটর আপনার নামের বানান ঠিক করে এন্ট্রি করবে। আর যদি তিনি সে অনুমতি না দেন তাহলে ওই আবেদনটি বাতিল করে দেয়ার জন্য অনুরোধ করুন অথবা তার নিকট একটি লিখিত আবেদন করুন যাতে ভুল হওয়া আবেদনটি তিনি বাতিল করে দেন। আবেদন বাতিল করে দিলে আপনি পুনরায় আবেদন করতে পারবেন।
মুছুনঅামার বাবা দুই নামে পরিচিত,লাল্টু ওরফে মনোরঞ্জন।অামার সার্টিফিকেট এবং NID কার্ডে বাবার নাম লাল্টু দেওয়া।অামি মাস্টার্স এ পড়তেছি।অপরদিকে বাবার NID কার্ডে নাম মনোরঞ্জন দেওয়া।বাবার যাবতীয় কাগজ জমির দলিল সব কিছু মনোরঞ্জন নামে করা।অামি নতুন করে অনলাইনে জন্মসনদ তৈরী করতে পারছি না।এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছি।না পারতেছি নিজের সব সার্টিফিকেট NID তে বাবার নাম পরিবর্তন করতে।না পারতেছি বাবার NID তে তাহার নাম পরিবর্তন করতে।এমতাবস্থায় অামার সমাধান কি হবে?প্লিজ প্লিজ প্লিজ জানাবেন,
উত্তরমুছুনএই সমস্যার একটাই সমাধান এবং সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট সংশোধন করে পিতার নাম অনুযায়ী করে নেয়া। আমি বুঝতে পারছি যে এটা কখনোই সহজ কাজ না। কিন্ত এ ছাড়া দ্বিতীয় কোন সঠিক উপায় নেই। পিতার Nid Card থেকে সম্পূর্ণ নাম পরিবর্তন করে দেবে না। কারণ সেখানে উপযুক্ত দলিলাদি জমা দিতে পারবেন না। যদি তার নাম পরিবর্তন করেও নেন তাহলে তার নামীয় জমি জমার কাগজপত্রের সাথে আবার ঝামেলা হবে। অর্থাৎ একটা সমাধান করলে আরেকটা সমস্যা তৈরী হবে।
মুছুনতাই যত কষ্টই হোক আগে আপনার সার্টিফিকেট সংশোধনের চেষ্টা করুন। সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে সহজেই Nid Card সংশোধন করতে পারবেন। প্রসেসটা জটিল এবং সময় সাপেক্ষ হলেও সকল সমস্যার সমাধন হয়ে যাবে।
সরকারি চাকরির ক্ষেত্রে বাবা মায়ের NID প্রয়োজন হবে,নাকি শুধু অামার NID দিয়েই সব কাজ হবে?অামার বাবা দুই নামে পরিচিত এই প্রত্যায়ন ইউনিয়ন থেকে নিলে,কতটা কার্যকরী হবে?
উত্তরমুছুনজন্ম সনদ একজন ব্যক্তির সর্বপ্রথম সরকারি ডকুমেন্ট যা সকলের ক্ষেত্রেই প্রয়োজনীয়। যদিও Nid Card থাকলে চাকরির ক্ষেত্রে জন্ম সনদের প্রয়োজন হয় না তবুও প্রত্যেকের জন্ম সনদ থাকা উচিত, কখন কোথায় লেগে যায় বলা যায় না। এখন পর্যন্ত চাকরির ক্ষেত্রে পিতা মাতার আইডি কার্ডের কপি প্রয়োজন হয় না। ভবিষ্যতে কি হবে সেটা বলা যায় না। যেহেতু সম্পূর্ণ নামেই গড়মিল আছে সেহেতু কখনো না কখনো সমস্যা আসতেই পারে। আর সব সময় দুই নামের একই ব্যক্তির প্রত্যয়নে কাজ নাও হতে পারে। তাই অনিশ্চিত অবস্থায় না থেকে কষ্ট হলেও সঠিক পথে চলা উচিত।
মুছুনআসসালামু আলাইকুম?
উত্তরমুছুনআমার বাবা মৃত.
কিন্তু আমার আইডি কার্ড এ বাবার নামের আগে মৃত আসেনি কিন্তু এনআইডি প্রোফাইল এ মৃত্যু সন দেওয়া আছে.
আমি পাসপোর্ট এর জন্য আবেদন করেছি.
পিতার তথ্যের মধ্যে মৃত উল্লেখ করেছি কিন্তু আমার আইডি কার্ড এ মৃত নেই.
এ ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা.
এখনো ব্যাংক ডিপোজিট করিনি.
কনফিউশান এ আছি.
তথ্য দিয়ে সাহায্য করতে ভালো হয়.
ধন্যবাদ.
বর্তমানে Nid Card এর উপর কারো নামের পাশে মৃ'ত লেখা থাকবে না এবং এটাই নিয়ম। যেহেতু তিনি মৃ'ত সেহেতু সার্ভারে তার নামের পাশে মৃ'ত শব্দটা লেখা আছে, কিন্ত কার্ডের উপর থাকবে না। এতে চিন্তার কিছু নেই কোন কাজেই এটা নিয়ে সমস্যা হবে না।
মুছুনআমি টিকানা পরিবর্তন করতে চেয়েছিলাম টাইপ করে আবার পরে সরা সরি বাতিল অপশনে ক্লিক করে ফেলি। এখন একটা ড্রাফট এপ্লিকেশন দেখাচ্ছে। নতুন আইডি আসতে এটার জন্য কি কোন সমস্যার হবে।ড্রাফট এপ্লিকেশন এর জন্য? আইডি পাইনি এখনো নিউ ভোটার। অনলাইনে আসছে মাত্র।
উত্তরমুছুনএর জন্য কোন সমস্যা হবে না নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিকানার যে অংশে এডিট করেছিলেন সেখানে গিয়ে পুনরায় আগের তথ্য লিখে দিয়ে ব্যাক করুন তাহলে একটি ড্রাফট এপ্লিকেশন আছে কথাটি চলে যাবে।
মুছুনআমার মায়ের নাম সংশোধন করবো।
উত্তরমুছুনসাথে বাবার নাম
কি কি ডকুমেন্টস দিতে হবে।
মায়ের শিক্ষা সদন নাই
পিতা মাতার নাম সংশোধন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি পোষ্ট করা আছে। একটু কষ্ট করে দেখে নিন, কি কি কাগজপত্র লাগবে সে বিষয়েও তথ্য পেয়ে যাবেন।
মুছুনফ্রন্ট যদি আলাদা আলাদা দেখায় আবেদন ফরমে অনলাইনে কি টিক আসবে আবেদন এর ক্ষেত্রে
উত্তরমুছুনঅনলাইনে যদি টাইপ করা ঠিক থাকে তাহলে আর সমস্যা হবে না।
মুছুনআসসালামু আলাইকুম স্যার,
উত্তরমুছুনআমার স্মার্ট কার্ড করার সময় যে জন্মসনদ এর নাম্বার ব্যবহার করেছি ঐ সনদ টা অনলাইনে নেই, এবং প্রায় সব ই ভুল
এখন আমি চাচ্ছি নুতুন ডিজিটাল জন্মসনদ এর নাম্বার টা স্মার্ট কার্ড এর প্রোফাইলে আপডেট করতে, এক্ষেত্রে কি আমার স্মার্ট কার্ড এর ১০ সংখ্যা নাম্বার পরিবর্তন হবে অনুগ্রহ করে জানাবেন
হ্যা, আপনি এনআইডি কার্ড সংশোধনের আবেদন করে নতুন জন্ম সনদের নম্বর সংযোজন করতে পারবেন। এটা করলে স্মার্ট কার্ডের ১০ সংখ্যার নম্বরটি পরিবর্তন হবে না পূর্বের নম্বরই থাকবে।
মুছুনআসসালামু আলাইকুম। আমি আমার স্মার্ট এনআইডি কার্ডে আমার নাম অনলাইনে সংশোধনের জন্য রেজিষ্ট্রেশন করতে চেয়েছিলাম। কিন্তু এনআইডি ওয়ালেটের মাধ্যমে ফেইস ভেরিফিকেশনের পর আমাকে "আপনার ছবির সাথে মিল পাওয়া যায়নি" বলা হচ্ছে এবং নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে।
উত্তরমুছুনএখন আমার কি করণীয়? উল্লেখ্য এই যে আমার নামের শুরুতে মোঃ যোগ করার জন্যই আমাকে সংশোধন করতে হচ্ছে।
যদি ফেস ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে অনলাইনে আবেদন করার চেষ্টা না করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২ নং সংশোধনী ফরম পূরণ করে আবেদন করুন। আবেদনের সাথে আপনার এসএসসি সনদ ও জন্ম সনদের কপি জমা দিলেই নাম সংশোধন হয়ে যাবে।
মুছুনযেহেতু Nid Wallet এর মাধ্যমে ফেস ভেরিফাই হচ্ছে না সেহেতু নামের সাথে সাথে সাথে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার বিষয়টাও ফরমে উল্লেখ করে দেয়া ভালো। ছবি টা পরিবর্তন করা হলে ভবিষ্যতে অনলাইনে ফেস ভেরিফাই এর সমস্যা হবে না।
আমি নানার বাড়িতে জন্ম নিবন্ধন করেছি। আমার মামার নামে হোল্ডিং নং নামকরন আছে। আমি কি অনলাইন জন্ম নিবন্ধন করার সময় মামার হোল্ডিং নং জমা দিয়ে কাজ সম্পন্ন করতে পারবো?
উত্তরমুছুনআমার মতে আপনি যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানার কাগজপত্র জমা দিয়ে জন্ম সনদ করা উচিত। তাছাড়া জন্ম নিবন্ধন সনদ তৈরীর বিষয়ে আমি তেমন কোন পরামর্শ দিতে পারবো না। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভায় যোগাযোগ করুন।
মুছুনআসসালামুয়ালাইকুম ভাইয়া আমি একটি ভোটার এলাকা পরিবর্তন এর আবেদন করেছি এবং তার প্রথম এসএমএস এসেছে। কিন্তু সমস্যা হলো আমি যখন এনআইডি অনলাইন সার্ভিস এ লগইন করতে যাচ্ছি তখন তথ্য ভুল দেখাচ্ছে।এটার কারণ টা বললে উপকৃত হতাম।
উত্তরমুছুনভোটার এলাকা স্থানান্তরের আবেদন করার পর প্রথম ম্যাসেজ আসলে বুঝতে হবে আবেদনের কার্যক্রম শুরু হয়েছে এবং দ্বিতীয় ম্যাসেজ আসার পর (যেখানে লেখা থাকবে আপনার ভোটার স্থানান্তরের আবেদন অনুমোদন হয়েছে) বুঝতে হবে আবেদনের কার্যক্রম শেষ হয়েছে।
মুছুনআবেদনের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আবেদনকারীর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে একাউন্ট খোলা যায় না। কারণ আবেদনকারীর ভোটার তথ্য আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লক হয়ে থাকে। সুতরাং অপেক্ষা করুন দ্বিতীয় ম্যাসেজ আসা পর্যন্ত। তারপর অনলাইনে একাউন্ট তৈরী করার জন্য চেষ্টা করুন।
আমার এনআইডি কার্ডে দৃশ্যমান তথ্যের কোন ভুল নেই। কিন্তু নিবার্চন কমিশনের ওয়েবসাইটে সাইন ইন করে প্রোফাইলে গিয়ে দেখি পিতা ও মাতার আইডি নম্বরের বদলে তাদের জন্ম নিবন্ধন নম্বর বসানো হয়েছে। এখন কি সংশোধন করতে হবে নাকি না করলেও সমস্যা নেই? যদি সংশোধন করতে হয় তাহলে কিভাবে করবো? কত টাকা লাগবে ?
উত্তরমুছুনআপনার এনআইডি কার্ডে পিতা মাতার এনআইডি নম্বরের স্থলে জন্ম সনদের নম্বর লেখা থাকলেও তেমন কোন সমস্যা হবে না। তবে আমার পরামর্শ এটাই এনআইডি নম্বরের স্থলে এনআইডি নম্বরই থাকা উচিত। তাই সংশোধনের আবেদন করে ঠিক করে নেয়া ভালো।
মুছুনআপনি অনলাইনে সংশোধনের আবেদন করুন। আবেদনর সাথে পিতা মাতার আইডি কার্ডের কপি জমা দিলেই হবে। বিকাশের মাধ্যমে Nid ফি জমা দেয়ার সময় Other Info Correction অপশন সিলেক্ট করে পেমেন্ট করবেন। পিতা মাতার এনআইডি নম্বর সংশোধনের জন্য Other info Correction অপশনই সিলেক্ট করতে হয়। Other Info Correction সিলেক্ট করে ফি জমা দিলে ১১৫ টাকা ফি লাগবে।
আসসালামুয়ালাইকুম ভাই আমি নতুন ভোটার এবং আমি আমার ভোটার এলাকা পরিবর্তন এর আবেদন করেছিলাম এবং তা পরিবর্তন হয়েছে। এখন আমার স্মার্ট কার্ড নেওয়ার জন্য কি রিইস্যু আবেদন করতে হবে।
উত্তরমুছুনভোটার এলাকা স্থানান্তর করার পর অনলাইনে Nid রিইস্যু আবেদন করে নতুন ঠিকানার Nid Card তুলে নিতে হয়। তবে স্মার্ট কার্ড পাবেন না, পেপার লেমিনেটিং করা Nid Card পাবেন। কারন এখন পর্যন্ত রিইস্যুর আবেদন করে স্মার্ট কার্ড তোলার সুযোগ দেয়া হয়নি। ভবিষ্যতে এ সুযোগ দেয়া হতে পারে।
মুছুনআচ্ছা, আমাকে কাইন্ডলি বলতে পারবেন, বাংলাদেশের কোন মানুষটার এনআইডিতে কোনোই ভুল নেই?
উত্তরমুছুনএই ভুলের দায় কেউ নিচ্ছে না কেন।
আমি সরকারি চাকুরিজীবী। এনআইডি কার্ডের ফিঙ্গার প্রিন্টে সমস্যা, তাই সিম উঠাতে না পারায় বেতন আটকে আছে। উপজেলা নির্বাচন অফিস থেকে ৬ মাসের আগে কোনোভাবেই হবে না সাফ জানিয়ে দিল!
এদিকে ১০৫ নাম্বারে কল দিতে থাকলেও তারা কেবল ভিজিই থাকে। এই জীবনে তারা কল ধরবে কিনা মনে হয় না।
ডিজিটাল সোনার বাংলাদেশ !
ভাইজান এটা বলা মুসকিল। আমি সকলকে ফ্রিতে এনআইডি কার্ডের সমস্যা সম্পর্কে পরামর্শ দিয়ে থাকলেও আমার নিজের এনআইডি কার্ডেই বেশ কিছু ভুল রয়েছে। আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। কিন্ত কিছু পরামর্শ দেয়া ছাড়া তো আমার পক্ষে তেমন কিছু করে দেয়া সম্ভব না।
মুছুনউপজেলা অফিস থেকে যদি দ্রুত কাজ না করে দেয়া তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারকে আপনার সমস্যা সম্পর্কে বিস্তারিত বলুন। তিনি আপনাকে এ বিষয়ে হেল্প করতে পারেন। অথবা যদি আপনি ঢাকায় অবস্থান করেন তাহলে আগারগাঁও এনআইডি উইং এ গিয়ে এ বিষয়ে আলাপ করে দেখতে পারেন।
আসসালামুআলাইকুম
উত্তরমুছুনআমার মায়ের নাম ভোটার আইডি কার্ডে রয়েছে নাসিমা বেগম কিন্তু আমার সকল সার্টিফিকেটের রয়েছে নাসিমা খান। এক্ষেত্রে আমি যদি আমার মায়ের নামের পদবী পরিবির্তন করি তাহলে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। আমার মায়ের নাম পরিবর্তন কি করা যাবে একটু আলোচনা করবেন এই বিষয়ে। উল্লেখ্যে যে আমার বাবার নামের শেষেও খান রয়েছে।
আপনার মায়ের নামের পদবী পরিবর্তন করতে হলে আগে লক্ষ্য করুন তার কি কি কাগজপত্রে নাম নাসিমা খান লেখা আছে। যেমন- এসএসসি সনদ, জন্ম সনদ, কাবিননামা, স্বামীর আইডি কার্ডের তথ্যে স্ত্রীর নাম কি লেখা আছে, সন্তানাদের আইডি কার্ডের কপি ও শিক্ষা সনদ ইত্যাদি।
মুছুনযদি এ সকল কাগজপত্রে তার নাম নাসিমা খান লেখা থাকে তাহলে সহজে নামের পদবী পরিবর্তন হবে। আর যদি এ সকল কাগজে নাম নাসিমা বেগম লেখা থাকে তাহলে পদবী পরিবর্তন হওয়ার দুস্কর হবে।
শুধু আপনার শিক্ষা সনদের প্রক্ষিতে মায়ের নামের পদবী পরিবর্তন করে দেবে না। আমাদের ওয়েবসাইটে আইডি কার্ডের নাম সংশোধন সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি পোষ্ট করা আছে প্রয়োজনে দেখে নিতে পারেন।
এন আইডি কার্ডের "নামের শেষ অংশ ও জন্ম নিবন্ধন নম্বর" এই দুইটি পরিবর্তন করতে চাইলে সংশোধন ধরণ কী হবে?
উত্তরমুছুন১।জাতীয় পরিচয়পত্র সংশোধন
২।অন্যান্য তথ্য সংশোধন
৩।জাতীয় পরিচপত্র ও অন্যান্য তথ্য সংশোধন
৪।রিইস্যু
জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট করে দিলেই হবে।
মুছুনআমার NID কার্ডে বাবার নাম আছে মোঃ ছানুয়ার বিশ্বাস এবং আমার Pasport আছে Sanower bishawas অর্থাৎ MD নাই । এখন কথা হচ্ছে , আমি যদি বিদেশে যেতে চাই তাহলে কোন সমস্যা হবে কিনা ? দয়া আমাকে বলবেন ।
উত্তরমুছুনপাসপোর্ট এবং আইডি কার্ডের তথ্য গড়মিল থাকলে সমস্যা হতেই পারে। যেহেতু তথ্য গড়মিল রয়েছে সেহেতু সংশোধন করে নেয়া উচিত।
মুছুনpasport বাবার নামের আগে MD নাই ,pasport MD বসাতে হলে NID দিয়ে সংশোধ করলে হবে? নাকি অন্য উপায় করা যাবে, দয়া করে আমাকে বলবেন ?
উত্তরমুছুনহ্যা Nid Card এর তথ্য অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন।
মুছুন