স্মার্ট কার্ড চেক করার নিয়ম - স্মার্ট কার্ড কিভাবে পাবো
আপনি কি স্মার্ট কার্ড পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে কি স্মার্ট কার্ড চেক করে দেখেছেন আপনার স্মার্ট কার্ড তৈরী হয়েছে কি না? হয়তো আপনি আপনার Smart Card Check করে দেখেননি। কারণ অনেকেই আছে তারা জানেন না মুলত স্মার্ট কার্ড চেক করার নিয়ম কি। কি কি উপায়ে Smart Card Check করা যায়, স্মার্ট কার্ড কিভাবে পাবো এবং স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম কি? এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করবো। কারণ স্মার্ট কার্ড নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। তাই বিস্তারিত তথ্য জানতে পড়তে থাকুন, সঠিক তথ্য জানতে পারবেন।
{tocify} Stitle={Custom Title}
স্মার্ট কার্ড চেক করার নিয়ম কি? Smart Card Check
স্মার্ট কার্ড চেক করার নিয়ম খুব সহজ। আপনি ঘরে বসে নিজেই আপনার Smart Card Check করে দেখতে পারেন। কোন ভোটারের স্মার্ট কার্ড তৈরী হয়েছে কিনা তা জানার জন্য ৩ টি উপায় বলবো। এখন কথা হলো স্মার্ট কার্ড চেক করে কি তথ্য পাওয়া যায়? মুলত Smart Card Check করে স্মার্ট কার্ডের স্ট্যাটাস, বক্স নম্বর ও কম্পার্টমেন্ট নম্বর জানা যায়।
একটি স্মার্ট কার্ডের বক্সে দশটি কম্পার্টমেন্ট থাকে। কত নম্বর বক্স এর কত নম্বর কম্পার্টমেন্ট এ আপনার স্মার্ট কার্ড আছে সেটি জানা যায়। আর স্মার্ট কার্ডের স্ট্যাটাস, বক্স নম্বর ও কম্পার্টমেন্ট নম্বর জানতে পারলেই নিশ্চিত হওয়া যায় যে স্মার্ট কার্ড তৈরী হয়েছে। স্মার্ট কার্ড চেক করার নিয়ম তিনটি হচ্ছে-
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক
প্রথমত, যারা নতুন ভোটার এবং যাদের কাছে ভোটার নিবন্ধন স্লিপ আছে তারা এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে চাইলে মোবাইল ফোন থেকে ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত উপায়ে একটি ম্যাসেজ সেন্ট করতে হবে।
NID<একটি স্পেস দেবেন>ভোটার নিবন্ধন স্লিপের নম্বর দিবেন<একটি স্পেস দেবেন>জন্ম তারিখ দেবেন। তারপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে।
উদাহরণঃ NID 123456789 01-02-1999 তারপর ১০৫ নম্বরে সেন্ট করবেন।
ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট কার্ডের বক্স নম্বর ও কম্পার্টমেন্ট নম্বর প্রেরণ করা হবে। আর যদি আপনার স্মর্ট কার্ড তৈরী না হয়ে থাকে তাহলে ম্যাসেজে বলে দেবে আপনার স্মর্ট কার্ড তৈরী হয়নি।
যাদের কাছে ১০ সংখ্যা বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর আছে তাদের ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে হলে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
SC<একটি স্পেস দেবেন>NID<একটি স্পেস দেবেন>১০ অথবা ১৭ সংখ্যার এনআইডি নম্বর দেবেন। তারপর পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে।
উদাহরণঃ SC NID 5846985780 তারপর ১০৫ নম্বরে সেন্ট করে দেবেন।
ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট কার্ডের বক্স নম্বর ও কম্পার্টমেন্ট নম্বর প্রেরণ করা হবে। আর যদি আপনার স্মর্ট কার্ড তৈরী না হয়ে থাকে তাহলে ম্যাসেজে বলে দেবে আপনার স্মর্ট কার্ড তৈরী হয়নি।
আরো পড়ুনঃ যারা স্মার্ট এনআইডি কার্ড পাননি তাদের জন্য করণীয়
অফিস থেকে স্মার্ট কার্ড চেক
দ্বিতীয়ত, ভোটার নিবন্ধন স্লিপ নম্বর অথবা এনআইডি নম্বর নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে বলতে হবে। আমার স্মার্ট কার্ড চেক করে দেন এসেছে কি না। আপনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে না গিয়ে যদি অন্য যে কোন উপজেলার নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ড চেক করে দেয়ার কথা বলেন তাহলে তারাও স্মার্ট কার্ড চেক করে দিতে পারে। যদি তারা সদয় হয়ে স্মার্ট কার্ড চেক করে দেয় তো ভালো, আর না দিলে আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গেলে অবশ্যই স্মার্ট কার্ড চেক করে দেবে।
অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম
তৃতীয়ত, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট services.nidw.gov.bd ভিজিট করে রেজিস্ট্রার করুন। রেজিস্ট্রার শেষে লগইন করলে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে স্মার্টা কার্ডের স্ট্যাটাস দেখাবে।
অনলাইন থেকে আরো একটি সহজ উপায়ে স্মার্ট কার্ড চেক করে দেখা যায়। আমাদের ওয়েবসাইটে অনলাইনে স্মার্ট কার্ড চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি পোষ্ট করা হয়েছে প্রয়োজনে দেখে নিতে পারেন।
স্মার্ট কার্ড কিভাবে পাবো
কোন ভাবেই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় না। অনলাইন থেকে যদি স্মার্ট কার্ড ডাউনলোড না করা যায় তাহলে বলবেন স্মার্ট কার্ড কিভাবে পাবো? চিন্তা করবেন না, অবশ্যই স্মার্ট কার্ড পাওয়ার উপায় রয়েছে।
যদি আপনার স্মার্ট কার্ড তৈরী হয়ে থাকে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে এসে থাকে। তাহলে উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে। অফিস কর্তৃপক্ষ এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে গণহারে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। গণহারে স্মার্ট কার্ড বিতরণে শেষে অবিতরণকৃত স্মার্ট কার্ডগুলো অফিস থেকেই বিতরণ করা হয়।
সুতরাং, স্মার্ট কার্ড বিতরণকালে যদি স্মার্ট কার্ড গ্রহণ না করতে পারেন তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। স্মার্ট কার্ড গ্রহণের সময় অবশ্যই পুরাতন পেপার লেমিনেটিং করা এনআইডি কার্ড অথবা ভোটার নিবন্ধন স্লিপটি জমা দেয়া লাগবে।
স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে? Smart Card Download
অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে, আমার স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে বা স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায় কি? কিন্ত এটা সম্পূর্ণই একটি ভুল ধারণা। কারণ অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড কখনোই করা যায় না। অনলাইন থেকে নতুন ভোটারদের সাময়িক জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়। যেটি রঙ্গিণ পিডিএফ ফরমেটে থাকে। অনলাইন থেকে সাময়িক জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে প্রিন্ট এবং লেমিনেটিং করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
কিন্ত স্মার্ট কার্ড তো প্রিন্ট করে লেমিনেটিং করা সম্ভব না। কারণ স্মার্ট কার্ডের উপর মেশিন রিডএবল একটি চিপ বসানো থাকে যেখানে একজন ভোটারের ২৮ প্রকার তথ্য সংরক্ষিত থাকে। সুতরাং, যারা বলেন স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাই তাদেরকে বলি স্মার্ট কার্ড ডাউনলোড করা তো যায়ই না বরং প্রশ্নটাই ভুল।
পরিশেষে
স্মার্ট কার্ড চেক করার নিয়ম কি? স্মার্ট কার্ড কিভাবে পাবো এবং স্মার্ট কার্ড ডাউনলোড করা যায় কি না আশা করি এসব প্রশ্নের সঠিক তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। তারপরও যদি এই সকল বিষয় সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করবো। লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। সবাইকে ধন্যবাদ......!
আরো পড়ুনঃ নতুন ভোটার যারা স্মার্ট কার্ড পাননি তাদের জন্য পরামর্শ
আমার নাম সংশোধনের জন্য আবেদন করেছিলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন ডাউনলোড কপি ছাড়া আসল ভোটার কার্ড অথবা সংশোধিত স্মার্ট কার্ড কিভাবে পাবো, যদি জানাতেন।
উত্তরমুছুননাম সংশোধন হওয়ার পর অনলাইন থেকে যে কপিটি ডাউনলোড করে নিয়েছেন সেটিই আসল কপি। অফিস থেকেও আপনাকে ওই কপিটাই প্রিন্ট করে লেমিনেটিং করে দেবে। আপনি চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ওই কপিটা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া এখন আর স্মার্ট কার্ড পাবেন না। ভবিষ্যতে আবেদন করে স্মার্ট কার্ড তোলার সুযোগ দিলে তখন আবেদন করে স্মার্ট কার্ড তুলে নিতে পারবেন।
মুছুনবাবার এনআইডির ইংরেজি নাম আমাদের সার্টিফিকেট নামের সাথে আংশিক অমিল kaiyum এর স্থলে qayum আছে এখন বাবার নামটা এনআইডিতে পরিবর্তন করতে সবোচ্চ কত সময় লাগবে??
উত্তরমুছুনএনআইডি কার্ড সংশোধনের আবেদন কত দিনে নিষ্পত্তি হয় সেটা সঠিক করে কেউই বলতে পারবে না। এটা সম্পূর্ণই নির্ভর করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপার। তিনি যখন আপনার কাজ করে দেবে ঠিক তখনই হবে। তার আগে যে যত কথাই বলুক সেটা মনগড়া কথা ছাড়া আর কিছুই না। তবে আনুমানিকভাবে বলা যেতে পারে এ ধরণের ভুল সংশোধন হতে ১০-১৫ দিন মত সময় লাগতে পারে। কখনো কখনো সময় একটু কম বা বেশি লাগতে পারে। আমাদের ওয়েবসাইটে ভোটার আইডি কার্ড সংশোধন কোথায় হয় - কিভাবে হয় - কত দিন লাগে এ সকল বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে প্রয়োজনে দেখে নিতে পারেন।
মুছুনএন আইডি কার্ড এর বের হয়েছে কি না জনার জন্য আমি আপনাদের নিয়মে ১০৫ এই নাম্বারে এস এম এস পাঠিয়েছে তাতে কোনো রেজাল্ট আসেনি, এখন আমার করনিয় কি....?
উত্তরমুছুনঅনলাইনে স্মার্ট কার্ড চেক করা যায়। আপনি অনলাইন থেকেও চেক করে দেখুন স্মার্ট কার্ডের কোন তথ্য আসে কি না। যদি তথ্য পান এবং আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে স্মার্ট কার্ড সংগ্রহ করুন। আর যদি অনলাইনেও চেক করে স্মার্ট কার্ডের কোন তথ্য না পাওয়া যায় তাহলে ধরে নিন আপনার স্মার্ট কার্ড এখনো তৈরী হয় নি।
মুছুন